ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

এক ডজন আইনস্টাইন বসিয়েও ভোটের ফল পরিবর্তন সম্ভব হবে না: সিইসি

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  3:00 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম ভোট চুরির মেশিন নয়, এটা ভোট গ্রহণের আধুনিক প্রযুক্তি। অনেকে বলেন- শেষের ১০ মিনিটে ভোটের ফল পরিবর্তন করা যায়। কিন্তু এক ডজন আইনস্টাইনকে বসিয়ে দিলেও ভোটের ফল পরিবর্তন করা সম্ভব হবে না। রোববার সকালে পাবনার ঈশ্বরদীতে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মিলনায়তনে 'নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়' শীর্ষক দিনব্যাপী রাজশাহী বিভাগীয় এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। সিইসি বলেন, নির্বাচনের মাধ্যমে সঠিক গণতন্ত্র প্রতিফলিত হয়। কয়েকজন প্রার্থী হলেও তো জিতবে একজনই। নির্বাচনে প্রার্থী হলে জিততেই হবে- এ ধরনের মানসিকতা পোষণ করা যেমন ঠিক নয়, তেমনি নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন সঠিক হয়নি- এটা বলাও ঠিক নয়। তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নির্বাচন পরিচালনা করবে না, কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহর সভাপতিত্বে কর্মশালার শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণের ওপর আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন রাজশাহী অঞ্চলের নির্বাচনী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত নির্বাচন কমিশন সচিব ও প্রকল্প কর্মকর্তা অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম