ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা শুরু পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ হাঁসের মাংসের যত উপকারিতা বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান সৌদি-তুরস্কসহ ট্রাম্পের বোর্ড অব পিসে অংশ নিচ্ছে আরও ৭ দেশ দোকান বন্ধ করে বাসায় ফেরা হলো না ব্যবসায়ীর

ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটি ২০২৬-এর নির্বাহী কমিটি ঘোষণা

#

২২ জানুয়ারি, ২০২৬,  11:06 AM

news image

বরগুনা প্রতিনিধি: তরুণদের নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলার ২০২৬ সালের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে মোট ০৭ জন উদ্যমী ও সম্ভাবনাময় তরুণ দায়িত্ব পেয়েছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে ইয়ুথ ফর পলিসির কার্যক্রম বাস্তবায়ন, তরুণদের কণ্ঠস্বর নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরা এবং নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা পালন করবেন। ঘোষিত কমিটিতে Md. Sohanur Rahman Saykat-কে Team Lead এবং Zihad Khondoker-কে Co-Lead হিসেবে মনোনীত করা হয়েছে। Team Lead হিসেবে Md. Sohanur Rahman Saykat-এর বক্তব্য (প্রায় ২ মিনিট) Md. Sohanur Rahman Saykat তাঁর প্রতিক্রিয়ায় বলেন—

“ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটির টিম লিড হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। এই দায়িত্বকে আমি কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং তরুণদের জন্য কাজ করার একটি বড় সুযোগ হিসেবে দেখছি। বরগুনা জেলার তরুণদের রয়েছে অসীম সম্ভাবনা, কিন্তু অনেক সময় তাদের কণ্ঠস্বর নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ইয়ুথ ফর পলিসির মাধ্যমে আমরা সেই ব্যবধান কমাতে চাই। আমাদের লক্ষ্য হবে—তরুণদের নীতিগত সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় সমস্যাগুলোকে জাতীয় আলোচনায় নিয়ে আসা। আমি বিশ্বাস করি, একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমাদের কমিটি সম্মিলিতভাবে শিক্ষা, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং যুব ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবে।আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আস্থার জন্য।

একই সঙ্গে আমার সহকর্মী Co-Lead ও পুরো টিমের প্রতি আহ্বান জানাই—আমরা যেন সততা, দায়িত্বশীলতা ও ঐক্যের মাধ্যমে ইয়ুথ ফর পলিসির আদর্শকে সামনে এগিয়ে নিতে পারি।” Co-Lead হিসেবে Zihad Khondoker-এর বক্তব্য (প্রায় ১ মিনিট) Co-Lead Zihad Khondoker বলেন— “ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটির কো-টিম লিড হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনুপ্রেরণার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আমরা বরগুনা জেলার তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করব এবং তাদের মতামত ও চিন্তাকে নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরার চেষ্টা করব। টিম লিডসহ পুরো কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও দায়বদ্ধ কমিটি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।” নবগঠিত এই কমিটির প্রতি স্থানীয় তরুণ সমাজ আশাবাদ ব্যক্ত করেছে। ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটি আগামী দিনে যুব নেতৃত্ব ও নীতিগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম