
নিজস্ব প্রতিনিধি
১৫ ডিসেম্বর, ২০২২, 9:13 PM

ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুমন ভুঁইয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর ২০২২ইং রোজ বুধবার সন্ধা ৭ ঘটিকায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে জামগড়া চিত্রশাইল মাঠে গ্রাম বাসির উদ্যোগে ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে পর পর তিন তিনবারের নির্বাচিত সফল ও স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টার এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে তার সুযোগ্য সন্তান স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহম্মেদ (সুমন ভুঁইয়ার) নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মোঃ মতিন ডালির সভাপতিত্বে মোঃ সুমন প্রধান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহম্মেদ (সুমন ভুঁইয়া) উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল হক ডালি, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আতিকুল রহমান আতিক, যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ ভুঁইয়া সানি,আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজল হক মীর, সাবেক মেম্বার সরোবর হোসেন, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক মেম্বার মোঃ বকুল সরকার, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এসময় বক্তব্যে উঠে আসে মরহুম সৈয়দ আহম্মেদ মাস্টার এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে তার ই সুযোগ্য সন্তান সুমন আহমেদ ভুঁইয়ার রাজনৈতিক ও ব্যক্তি জীবনী নিয়ে আলোচনা ও তার পক্ষে দোয়া ও ভোট চান বক্তারা আলোচনা শেষে মরহুম সৈয়দ আহম্মেদ মাস্টার এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।