ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ইসির সঙ্গে বিএনপি-জামায়াতসহ ১২ দলের বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫,  11:09 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে। গত সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। গত বৃহস্পতিবার, রবিবার, সোমবার ও বুধবার- চার দিনে ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হল। নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলের পাঁচ শরিকসহ ছয়টি দল বাদেএর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে। এখনও আমন্ত্রণ না পাওয়া ১৪ দলের পাঁচ শরিক হচ্ছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন। তবে ১৪ দলের শরিক হলেও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ইসির আমন্ত্রণে গত সোমবারের সংলাপে অংশ নিয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, বুধবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ছয়টি এবং বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত আরও ছয়টি মিলিয়ে মোট ১২টি দল ইসির সংলাপে যোগ দেবে। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপ শুরু করে ইসি। সংলাপে দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার, ইসির দৃঢ়তা, আচরণবিধি প্রয়োগ এবং কালো টাকার প্রভাব নিয়ে বিভিন্ন দাবি ও উদ্বেগ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম