ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী

#

১৫ জুলাই, ২০২৫,  10:35 AM

news image

কেনিয়ার জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী কেজিয়া জিরোনো, যিনি ডিজে কেজ নামে পরিচিত, তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। কেনিয়ার একাধিক গণমাধ্যমে তার ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশিত হয়েছে।  চলতি বছরের ১১ জুলাই ডিজে কেজ তার ইনস্ট্রাগ্রামে (djkezzkenya) ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তিনি ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে ও তার মেয়েকে ইসলামী পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তার মেয়ের হাতে মেহেদি রয়েছে। তিনি সেখানে তাদের শাহাদাত পাঠের কথা জানান। তিনি তাতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটা আমাদের জীবনে শুরু করা সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি এখন একজন মুসলিম।’ পোস্টে তার অনুসারীদের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য শুভ কামনা করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে জিয়াহ এবং তাঁর কন্যার নাম রাখা হয়েছে লিয়ানা। ইসলাম গ্রহণের মাধ্যমে তাঁর জীবনে নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা হলো। ডিজে কেজ মূলত একজন ‘গসপেল ডিস্ক জকি’ ছিলেন। যাঁরা প্রধানত চার্চ ও ধর্মসভায় ধর্মীয় সংগীত পরিবেশন করেন। কেনিয়ার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ডিজে কেজের জীবন নানা উত্থান-পতনের ভেতর দিয়ে গেছে। তিনি অল্প বয়স থেকে সেভেনথ ডে অ্যাডভেনিস্ট (এসডিএ) চার্চের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হলে তাকে চার্চ থেকে বহিষ্কার করা হয়। এ সময় তিনি বন্ধুমহল ও সমাজেও ধিক্কৃত হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি চার্চে যাওয়া বন্ধ করে দেন এবং সেক্যুলার বিশ্বাস গ্রহণ করেন। ২০১৭ সাল থেকে ক্লাবে ধর্ম অনুমোদন করে না এমন গান গাইতে শুরু করেন। কিন্তু ২০২০ সালে তিনি আবার ধর্মের পথে ফিরে আসেন এবং গসপেল গাইতে শুরু করেন। ইনস্ট্রাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘ঈশ্বরের সঙ্গে আমার পথচলা চার্চে শুরু হয়নি এবং চার্চেও তা শেষ হয়নি। আমি বছরের পর বছর আধ্যাত্মিকতার পথে হেঁটেছি। ...আমার ইসলামের পথে চলা আকস্মিক কোনো বিষয় নয়; এটা পবিত্র, এটা সৎ এবং এটা আমার। আমি যেখানে ছিলাম তার প্রতিও আমার সম্মান আছে এবং আমি যেখানে যাচ্ছি তার প্রতি আমার সম্মান আছে। বিশ্বাস কোনো বাক্স নয়, এটি একটি আহবান এবং আমি তাতে সাড়া দিচ্ছি।’ তথ্যসূত্র : তুকো ডটসিও ডটকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম