ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে শীতে কাঁপছে উত্তরের জেলা রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ বাজারে বাড়তি চাহিদার মধ্যেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক জবির প্রথমবর্ষের ভর্তি আবেদন শেষ, আসনপ্রতি লড়াই করবেন ৭১ শিক্ষার্থী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩ ভারতে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা ফিফা শান্তি পুরস্কার পেয়ে যা বললেন ট্রাম্প

ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৫,  10:46 AM

news image

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের কাছাকাছি আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলাকে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইএনআইএফআইএল-এর শান্তিরক্ষীরা তাদের কার্যক্রম আওতাভুক্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, এই ঘটনা এমন সময়ে ঘটল যখন লেবাননের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবাননে অননুমোদিত অস্ত্র এবং অবকাঠামো নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই। ডুজারিক বলেন, বৃহস্পতিবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিনত জবেইল এলাকার কাছে তিনটি মপেডে করে ছয়জন ব্যক্তি টহলরত জাতিসংঘের শান্তিরক্ষদের গাড়ির পেছনে প্রায় তিনটি গুলি ছোড়ে। শান্তিরক্ষীদের ওপর আক্রমণ অগ্রহণযোগ্য এবং ১৭০১  প্রস্তাবের গুরুতর লঙ্ঘন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। একইসঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ইসরাইল বারবার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। এগুলোকে তারা কৌশলগত মনে করে। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আউন ‘ইসরাইলি পক্ষকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও সেনা প্রত্যাহারে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং প্রতিনিধিদলের কাছ থেকে চাপ প্রয়োগের আশা প্রকাশ করেছেন। তথ্যসূত্র : এএফপি, মিডল ইস্ট মনিটর ও ইউনাইটেড নেশন পিসকিপিং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম