ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ইরান থেকে বিতাড়িত হয়ে ফিরছিলেন, পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৭১ আফগানির

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৫,  11:21 AM

news image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে যাত্রীবাহী বাস, জ্বালানিবাহী ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। অসতর্কতার কারণে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান। তিনি আরও জানান, নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ চারজন ছাড়া বাকি ৬৭ জনই ছিলেন বাসের যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে মাত্র তিনজন বাসযাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। বাসের যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। তারা ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন এবং দেশটির সরকারি আদেশে আফগানিস্তানে ফিরে যাচ্ছিলেন। উল্লেখযোগ্য যে, চলতি বছরের শুরু থেকে ১০ লাখেরও বেশি আফগান নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি রাস্তা ও চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এর আগে গত ডিসেম্বরেও একই ধরনের একটি দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছিলেন। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম