ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার লন্ডনযাত্রার তারিখ আরও পেছাচ্ছে শীতে কাঁপছে উত্তরের জেলা রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ বাজারে বাড়তি চাহিদার মধ্যেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক জবির প্রথমবর্ষের ভর্তি আবেদন শেষ, আসনপ্রতি লড়াই করবেন ৭১ শিক্ষার্থী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত, শিশু ৪৩ ভারতে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা ফিফা শান্তি পুরস্কার পেয়ে যা বললেন ট্রাম্প

ইমরান খানের মানসিক স্বাস্থ্য নিয়ে যা বলল পাকিস্তানের সেনাবাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৫,  10:43 AM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ইমরান খান। এর পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে পিটিআই নেতার মানসিক স্বাস্থ্য নিয়ে এমন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

শুক্রবার এক ব্রিফিংয়ে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় ইমরান খান বাইরের লোকজনের সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নিয়মিতভাবেই সেনাবাহিনীকে আক্রমণ করছেন, যা দেশের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা তৈরি করছে। 

এছাড়া ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ হিসেবেও অভিহিত করেন সেনাবাহিনীর এ উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি খানের নাম উচ্চারণ না করে বলেন, তার কথা হলো যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কোনো কিছু থাকতে পারবে না। যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।

দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।

এদিকে সেনাবাহিনীর এমন ব্রিফিংয়ের সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেছেন, এই ব্রিফিং করার উদ্দেশ্য হলো ইমরান এবং তার দল পিটিআইকে উত্তেজিত করা। এরমাধ্যমে তারা পিটিআইয়ের কর্মীদের ওপর চলা ধরপাকড়কে বৈধতা এবং কারাবন্দি ইমরানের ওপর মানসিক চাপ বৃদ্ধি করতে চায়।

উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম