ইট ছোড়ায় গুলিতে প্রাণ ঝরল ফিলিস্তিনি কিশোরের
আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৫, 11:06 AM
আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৫, 11:06 AM
ইট ছোড়ায় গুলিতে প্রাণ ঝরল ফিলিস্তিনি কিশোরের
ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরে ইট ছুঁড়ে মারায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক কিশোর। ১৬ বছর বয়সি ওই ফিলিস্তিনির নাম রাইয়ান আবু মুয়াল্লা। গত শনিবার জেনিনের দক্ষিণে কাবাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেনাদের দিকে ইট ছোড়ার অভিযোগে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। ফিলিস্তিনি গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাইয়ান ধীরে ধীরে এগিয়ে আসার সময় ইসরায়েলি সেনারা কাছ থেকে গুলি চালায়। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কিশোরটি তাদের লক্ষ্য করে ‘ইট ছুড়ে মারছিল’, তাই গুলি চালানো হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, গুলিবিদ্ধ হওয়ার পরও অ্যাম্বুলেন্স কর্মীদের রাইয়ানের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হয়। রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ইসরায়েলি বাহিনী তার মরদেহও নিজেদের হেফাজতে রাখে। একই দিন জেনিনের পশ্চিমে সিলাত আল-হারিথিয়া এলাকায় পৃথক অভিযানে আরও একজন ফিলিস্তিনি নিহত হন। ২২ বছর বয়সি আহমেদ জাইয়ুদকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তিনি সেনাদের দিকে একটি বিস্ফোরক ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও এই সহিংসতা থামেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫১ ফিলিস্তিনি নাবালক প্রাণ হারিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই