ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  11:20 AM

news image

ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালেই ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের মাঝপথে ট্রাম্প–পুতিন ফোনালাপের ঘটনা ঘটে, যা রয়টার্সকে নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক। প্রাথমিকভাবে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি পুতিনকে ফোন করবেন। তবে বৈঠক চলাকালেই ফোনটি করা হয়। জার্মান সংবাদপত্র বিল্ড প্রথমে ট্রাম্প–পুতিন ফোনালাপের খবর প্রকাশ করে। পরে ক্রেমলিন নিশ্চিত করে, দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে ফোনালাপ হয়েছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ, ইউরোপের নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম