
NL24 News
১৭ মার্চ, ২০২৫, 11:21 AM
ইউথ ফর পলিসি বরগুনার আয়োজনে "লিঙ্গ সমতার জন্য যুবসমাজকে ক্ষমতায়ন" শীর্ষক ইফতার মাহফিল
লিঙ্গ সমতা ও যুবসমাজের ক্ষমতায়নের লক্ষ্যে ইউথ ফর পলিসি বরগুনা জেলা আয়োজন করতে যাচ্ছে বিশেষ ইফতার মাহফিল "Breaking Barriers: Empowering Youth for Gender Equality" (প্রতিবন্ধকতা ভাঙুন: লিঙ্গ সমতার জন্য যুবসমাজকে ক্ষমতায়ন করুন)। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে লিঙ্গ সমতা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। ইফতার মাহফিলে থাকবে বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। "Breaking Barriers: Empowering Youth for Gender Equality" ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। লিঙ্গ সমতা, যুবশক্তির ভূমিকা ও সামাজিক পরিবর্তন নিয়ে তারা যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দিয়েছেন, তা এখানে তুলে ধরা হলো:
🗣️ মোঃ সোহানুর রহমান সৈকত বলেন: "এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি লিঙ্গ সমতা সম্পর্কে অনেক নতুন বিষয় শিখেছি। বিশেষ করে, কিভাবে আমাদের সমাজে বিদ্যমান বৈষম্য দূর করা যায়, তা নিয়ে গভীরভাবে ভাবতে পারছি। যুবসমাজের সচেতনতা ও উদ্যোগই পারে এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে।"
🗣️ সুবাহ তাবাসসুম বলেন: "আমি মনে করি, যুবসমাজ যদি একসাথে কাজ করে, তবে লিঙ্গভিত্তিক বাধা সহজেই দূর করা সম্ভব। এই ধরনের উদ্যোগ আমাদেরকে সচেতন ও উদ্বুদ্ধ করে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।"
🗣️ মারিয়া আক্তার বলেন: "এই কর্মশালায় অংশ নিয়ে আমি আত্মবিশ্বাসী হয়েছি যে, আমি নিজেই আমার আশেপাশের সমাজে পরিবর্তন আনতে পারি। এমন আয়োজন আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে এবং লিঙ্গ সমতার বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করে।"
এই মতামতগুলো থেকে স্পষ্ট হয় যে, এই আয়োজন শুধু একটি সাধারণ ইফতার মাহফিল ছিল না, বরং এটি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে এবং সমাজ পরিবর্তনের জন্য তাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুবসমাজকে একত্রিত করে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।