আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২২, 2:30 PM
ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের মুখোমুখি হবে: জাতিসংঘ
জাতিসংঘের তথ্য অনুসারে, প্রতি ১০ জনের মধ্যে ৯ জন ইউক্রেনীয় দারিদ্র্যের মুখোমুখি হতে পারে পরবর্তী ১২ মাসের মধ্যে। সংস্থাটি জানায়, যদি রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রাখে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ও দেশটি দুই দশক পিছিয়ে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বুধবার এ বিষয়ে তথ্য প্রকাশ করে। যেখানে বলা হয়েছে যাদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ দীর্ঘ স্থায়ী করে, তাহলে ইউক্রেনের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে । দেশটির আর্থসামজিক অগ্রগতি ১৮ বছর পূর্বাবস্থায় চলে যাবে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির ৩০ লাখের মত মানুষ শরণার্থী হিসেবে সীমান্তবর্তী দেশগুলোতে পাড়ি দিয়েছে এবং জাতিসংঘের তথ্যমতে, এসব শরণার্থীর প্রায় অর্ধেকই শিশু। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, এ পর্যন্ত অন্তত ১৪ লাখ শিশু ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি সেকেন্ডে ইউক্রেনের একটি শিশু শরণার্থী হয়েছে। এছাড়াও ইউক্রেন সরকারের অনুমান অনুযায়ী এ যুদ্ধে দেশটির ১০০ বিলিয়ন মূল্যের অবকাঠোমো ধ্বংস হয়েছে। ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, এখনও সময় আছে এ দারিদ্র্যতার গতিপথ রোধ করার এবং ইউক্রেনের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা এখন অনেক গুরুত্বপূর্ণ। সংস্থাটি এই দারিদ্র্য রোধে বড় আকারের নগদ অর্থ সহায়তারও সুপারিশ করেছে।