ইংল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই, ২০২৪, 10:43 AM
স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই, ২০২৪, 10:43 AM
ইংল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ড অবাক হয়ে স্পেনের রাজত্ব দেখেছে। বার্লিনে মাথা ঠান্ডা রেখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে নিল তারা। এর আগে ২০১২ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। লামিন ইয়ামালের পাস থেকে ৪৭ মিনিটে নিকো উইলিয়ামস গোল করেন। ৭৩ মিনিটে ইংল্যান্ডের কোল পালমার গোলটি শোধ করে দেন। ৮৬ মিনিটে কুকুরেয়ার অ্যাসিস্ট থেকে স্পেনের জয়সূচক গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। স্পেন সব মিলিয়ে চারবারের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করার কৃতিত্ব দেখাল। ওদিকে ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল সবচেয়ে কম বয়সী ইউরো জয়ী ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন। ইংল্যান্ড গতবারের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। সেবার তারা ইতালির কাছে টাইব্রেকারে হেরে যায়। এই ম্যাচে বল পজিশন স্পেনের অসাধারণ। তবে ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারতো। শেষের দিকে স্পেনের ড্যানি অলমো গোল লাইনে দাঁড়িয়ে বল ফিরিয়ে দেন। ইংল্যান্ড প্রথম দল যারা পরপর দুটি ইউরোর ফাইনালে হেরে গেল।