ঢাকা ২৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও

আ. লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  10:56 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়েছে।  আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও  দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইশতেহার-২০২৪ ঘোষণা করবেন। জানা গেছে, স্মার্ট বাংলাদেশ গঠনকে মূল ভিত্তি ধরে কৃষি, শিল্প ও সেবা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবারের নির্বাচনের ইশতেহার তৈরি করেছে আওয়ামী লীগ। চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়টিও ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও জানিয়েছে সূত্রটি। আওয়ামী লীগের ইশতেহার তৈরির জন্য গঠিত উপকমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গঠনের কথাও বলেছেন তিনি। এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ প্রেক্ষাপটে দলের এবারের ইশতেহারের লক্ষ্য ২০৪১ সাল। এ সময়ের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে করণীয়গুলো চিহ্নিত করে ইশতেহারে তুলে ধরা হয়েছে। আরও জানা গেছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ কৃষিসহ যে খাতগুলোর উন্নয়ন হচ্ছে, তা চলমান রাখা ও গতি বাড়ানোয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থায় অগ্রাধিকার দেওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম