ঢাকা ০৯ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’ লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া ১০০ টাকার মোবাইল রিচার্জে ভ্যাট ৫৬ টাকা ৩০ পয়সা ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ গণহত্যাকারীর ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী সিঁড়ি দিয়ে হাঁটিয়ে এজলাসে নেওয়ায় সাবেক মন্ত্রী কামরুলের ক্ষোভ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা পুলিশবিহীন সমাজ কেমন হতে পারে ৫ আগস্টের পর দেখেছি: ডিএমপি কমিশনার ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের কমিটি পুর্ণগঠন

আসছে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  11:02 AM

news image

দেশের অনেক অঞ্চলে ঘন কুয়াশার চাদরের সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। আগামী সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে এবং টানা শৈত্যপ্রবাহ চলতে পারে। এটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ জানুয়ারি) সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জানা গেছে, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। আজ সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। দেশের তাপমাত্রা আগামী ৫ থেকে ৬ দিন ধারাবাহিকভাবে কমতে পারে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে দেশের অর্ধেকের বেশি এলাকার তাপমাত্রা। অনেক জায়গায় কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শক্তিশালী হয়ে উঠেছে শীতের হিমেল বাতাসের প্রবাহ। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। চলতি মাসের ১৪ তারখি পর্যন্ত এই শীত থাকতে পারে।’ আবহাওয়াবিদেরা বলছেন, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম