ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

আশ্রয়নের অর্ধ শতাধিক পরিবারে নির্ঘুম রাত

#

২৩ নভেম্বর, ২০২১,  3:13 PM

news image

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বঙ্গব সাগরের তীরে নিদ্রার চর এলাকার গৃহীত আশ্রয়ন প্রকল্পের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ঘরে বসবাস করছে ৫০ টি পরিবার। সংস্কারের অভাবে ঘরগুলো নড়বড়ে হয়ে পড়েছে। নানা সমস্যায় জর্জরিত থাকলো মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে ঝড় বৃষ্টিতে নির্ঘুম রাত কাটে তাদের

স্থানীয়রা বলেন, ২০১৯ সালে আশ্রয়ণ প্রকল্পের এই ঘরগুলো নদীর পাড় ঘেঁষে দুস্থ ও ভূমিহীনদের জন্য প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে। যেখানে ভূমিহীন ও অসহায় ৫০টি পরিবার স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়। কিন্তু বর্তমানে এ ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রকল্পের বাসিন্দা মো. দুলাল বলেন, ঘরের মেঝের মাটি সরে গিয়ে গর্ত হয়ে গেছে। টিনের চালা মরিচা ধরে গেছে। বেড়ায় বড় বড় ফুটো হয়ে গেছে। লোহার অন্য সরঞ্জামেও মরিচা ধরেছে। একটু বৃষ্টি হলেই চুইয়ে পানি পড়ে। ঘরের বেড়া ও দরজা-জানালা ভেঙে গেছে। ভাঙাচোরা ঘরের চালায় পলিথিন দিয়ে ফুটো বন্ধ করে কোনো রকম বসবাস করে আসছি। ঝড়-বৃষ্টি জলোচ্ছ্বাসে ভাঙা ঘরের কোনে বসে নির্ঘুম রাত কাটে তাদের। সরেজমিনে দেখা যায়, গোসলখানা, টয়লেট ও টিউবওয়েলগুলো ভেঙে গেছে। নেই চিকিৎসা ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা। অন্যত্র সরে যাওয়ার কোনো সুযোগ না থাকায় বাধ্য হয়েই পরিত্যক্ত ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর এ ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছে এসব পরিবার। অভাব এদের নিত্যসঙ্গী। স্থানীয় বাসিন্দা মো. মালেক জানান নদীর তীরবর্তী হওয়ার কারণে এখানকার পরিবারগুলোর অধিকাংশই নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। গত ২০১৯ সালে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরগুলো নির্মাণ হয়। নির্মাণের ২ বছর না যেতেই এসব ঘরে থাকার অনুপযোগী হয়ে গেছে। সোনাকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান ফরাজি বলেন, আশ্রয়ের ঘরগুলো উপজেলা প্রশাসন থেকে করা হয়েছে, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। এ বিষয়ে জানতে চাইলে তালতলীর ইউএনও কাওসার হোসেন এর সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি। পরে ক্ষুদ্র বার্তা দিয়েও সাড়া মেলেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম