ঢাকা ২০ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি জমি নিয়ে হয়রানি থামাতে সরকারের বিশেষ উদ্যোগ জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আধিপত্যের দ্বন্দ্ব ও বড় অঙ্কের অর্থ লেনদেনে খুন আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর তেঁতুলিয়ায় বেড়েছে শীতের আমেজ, তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি আজ থেকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত জাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২১,  11:17 AM

news image

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুক মন্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তাঁর স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা ওই এলাকার ফজর আলী’র বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, ওই ভাড়াবাসা থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। আশুলিয়া থানার এসআই আল-মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন সবুর মিয়া। বিস্তারিত পরে জানানো হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম