
নিজস্ব প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি, ২০২৩, 10:28 AM

আশুলিয়ায় আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ ও আমিন ক্যাডেট একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশুলিয়ায় ১৩ ফেব্রুয়ারি ২০২৩ আশুলিয়া থানার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ ও আমিন ক্যাডেট একাডেমি এর শিক্ষার্থীদের অংশগ্রহণে সহ - শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ এনামুর রহমান সংসদ সদস্য ঢাকা ১৯ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ মাননীয় সংসদ সদস্য ঢাকা ২০ ও সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান ধামসোনা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ, মোঃ ইউনুস খান সহ সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ,
এ্যাডভোকেট আমির হোসেন চৌধুরী , আলহাজ্ব হারুন-অর-রশিদ মন্ডল ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ধামসোনা ইউনিয়ন পরিষদ, মোঃ হাসান মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, আমিন মন্ডল টাউন স্কুল এন্ড কলেজ ও আমিন ক্যাডেট একাডেমী শিক্ষকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আমিন মডেন টাউল স্কুল কলেজ ও আমিন ক্যাডেট একাডেমী এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে আয়োজিত দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে মনোযোগ দিয়ে পরতে
হবে ও পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন । তিনি বলেন সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচ -প্রাণশক্তিতে ভরপর এক নতুন প্রজন্ম, যারা প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের পথে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ ও আমিন ক্যাডেট একাডেমী শিক্ষগ বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক সফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন নিয়মিত শ্রেণি শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোদৈহিক বিকাশের জন্য প্রতি বছর শিক্ষাবছরে শুরুতে আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয় এ ধরনের আনন্দময় আয়োজন নিয়মিতভাবে করে আসছে। অনুষ্ঠানে শেষাংশে ছিলো শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সমবেত পরিবেশনা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয় ।