ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

আলোচনা ব্যর্থ হলে মেক্সিকোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  10:51 AM

news image

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পথে হাঁটছে মেক্সিকো। এতে দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কিছু দিন আগে সেই ঘোষণার পর মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে আলোচনায় কাজ না হলে উপযুক্ত পদক্ষেপ নেবে নয়াদিল্লিও। গত ১১ ডিসেম্বর নতুন শুল্কনীতিতে সম্মতি দিয়েছে মেক্সিকোর সেনেট। সেখানে বলা হয়েছে, যে সমস্ত দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্যনীতির চুক্তি নেই, সেই সমস্ত দেশের পণ্যে শুল্ক আরোপ করা হবে। ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ছাড়াও সেই তালিকায় রয়েছে- ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড।  জানা গেছে, সেপ্টেম্বর মাস থেকেই এ বিষয়ে মেক্সিকো সরকারের সঙ্গে কথাবার্তা চলছে সেখানকার ভারতীয় দূতাবাসের। ভারতকে এই নতুন শুল্কের আওতার বাইরে রাখার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। এ ব্যাপারে ভারতীয় একজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘মেক্সিকোর সঙ্গে বন্ধুত্বকে যথেষ্ট গুরুত্ব দেয় ভারত। দুই দেশের মধ্যে স্থিতিশীল, ভারসাম্যযুক্ত বাণিজ্যনীতি তৈরি করতে সবরকম আলোচনায় আমরা প্রস্তুত। যাতে দুই দেশের ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ই লাভবান হন। এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছে। বিশ্বনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।’’  কিন্তু আলোচনায় কাজ না হলে? এ ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, ‘‘ভারতীয় রফতানিকারকদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতেই পারে নয়াদিল্লি। আমাদের সেই অধিকার রয়েছে। তবে আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব।’’ ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুইস রসেন্ডোর একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে আরও কিছু বৈঠকের পরিকল্পনা রয়েছে। ভারত থেকে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, জৈব রাসায়নিক, ওষুধ, পোশাক এবং প্লাস্টিকের পণ্য মেক্সিকোতে রফতানি করা হয়। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ সালে মেক্সিকোতে মোট ৫২ হাজার কোটি রুপির পণ্য রফতানি করেছিল ভারত। মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল ২৬ হাজার কোটি রুপির পণ্য। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনও রকম পূর্ব-আলোচনা ছাড়াই মেক্সিকো চড়া হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় নয়াদিল্লি কিছুটা অসন্তুষ্ট। সরকারি কর্মকর্তার বরাত দিয়ে তা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সূত্র: দ্য হিন্দু, ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, পিটিআই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম