আলুর বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২৪, 11:46 AM
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২৪, 11:46 AM
আলুর বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা
নতুন আলুর দেখা মিললেও রাজধানীর খুচরা বাজারে আলুর দাম আরও বেড়ে ৭৫ টাকায় ঠেকেছে। নতুন আলুর দামেও আগুন। বাজারে নিত্যপণ্য আলুর মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এবার আড়তে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযানকালে পাইকারি আলুর আড়তদার ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় ও বিক্রয় রশিদে অলুর মূল্যের অসামঞ্জস্য থাকায় প্রথম দোকানিকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা করে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। তবে খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে এখন আলুর সরবরাহ কম। যার ফলে পাইকারিতেই বেশি দামে বিক্রি হচ্ছে। আগে আলু পাইকারিতে কেজি প্রতি ৫৪ থেকে ৫৫ টাকায় কেনা গেলেও এখন ৬২ থেকে ৬৪ টাকার নিচে কেনা সম্ভব হচ্ছে না। যদিও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু চলমান রয়েছে, তবুও অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে আলু। তিন দিনে হিলি স্থলবন্দরের পাইকারিতে ভারতীয় আলুর দাম পাঁচ থেকে ছয় টাকা করে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, আজ শনিবার খুচরা বাজারে আলু ৭৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।