ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান নাহিদের তারেক রহমানের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের সুন্দরবনে মাছ ধরার সময় ১৯ জেলেকে অপহরণ চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি ঘোষণা রাজধানীতে বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত

#

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬,  10:49 AM

news image

অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনে তৃতীয় রাউন্ড ছিল জয়-পরাজয় এবং প্রত্যাবর্তন আর চমকে ভরা। শনিবার পুরুষ ও নারী এককে বেশ কয়েকজন শীর্ষ তারকা শেষ ষোলো নিশ্চিত করেছেন। মেলবোর্নের রড লেভার এরিনায় পুরুষ এককে আলো কেড়েছেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৬-৪, ৬-১ সেটে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন এই স্প্যানিশ তারকা। স্থানীয় দর্শকদের সামনে দারুণ পারফরম্যান্স ধরে রেখেছেন অ্যালেক্স ডি মিনাউর। যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোকে ৬-৩, ৬-৪, ৭-৫ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান এই তারকা। দিনের অন্যতম নাটকীয় ম্যাচে জয় পান ১১ নম্বর বাছাই ড্যানিল মেদভেদেভ। প্রথম দুই সেট হারিয়েও দারুণ প্রত্যাবর্তনে হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোজানকে ৬-৭, ৪-৬, ৭-৫, ৬-০, ৬-৩ সেটে হারান এই রুশ তারকা। তৃতীয় বাছাই আলেকজান্ডার জাভেরভ ৭-৫, ৪-৬, ৬-৩, ৬-১ সেটে যুক্তরাজ্যের ক্যামেরন নরিকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন। ষষ্ঠ দিনে বড় চমক দেখিয়েছেন আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলো। ১৩ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে ৬-৩, ৭-৬, ৬-৩ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেন। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন টমি পল ও আলেকজান্ডার বুবলিক। নারী এককে কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। তৃতীয় বাছাই কোকো গফ প্রথম সেট হারালেও ঘুরে দাঁড়িয়ে হেইলি ব্যাপটিস্টকে ৩-৬, ৬-০, ৬-৩ সেটে হারান। শেষ ষোলো নিশ্চিত করেছেন মিরা আন্দ্রিভা এবং ১২তম বাছাই এলিনা সভিটোলিনাও। নারী এককে বড় অঘটন ঘটান যুক্তরাষ্ট্রের ২৯ তম বাছাই ইভা জোভিচ। ৭ম বাছাই জেসমিন পাউলিনিকে ৬-২, ৭-৬ সেটে হারিয়ে চমক দেখিয়েছেন। দ্বৈতে পুরুষ বিভাগে শীর্ষ বাছাই জুলিয়ান ক্যাশ ও লয়েড গ্লাসপুলকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার ওয়াইল্ডকার্ড জুটি জেমস ম্যাককেব ও লি টু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম