ঢাকা ১৪ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা করবে এনবিআর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা ডেঙ্গু রোগীর জন্য উপকারী যেসব খাবার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড তৈরির আহ্বান ড. ইউনূসের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

আমি কোনো কিছু লুকাতে চাই না: পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪,  2:01 PM

news image

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বেশ আনন্দেই সময় কাটছে তার। এদিকে পরীমণির বৃহস্পতি যেনো তুঙ্গে। কিছুদিন আগে কলকাতার পূজা মন্ডপ ছেয়ে যায় তার সিনেমার পোস্টারে। সেই রেশ কাটতে নয়া কাটতেই আসলো ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির খবর। এবার প্রকাশ পেল ট্রেলার। মঙ্গলবার (২৯ অক্টোবর) আয়োজিত এক সংবাদসম্মেলনে প্রকাশ পায় ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন পরীমণি, পরিচালক অনম বিশ্বাস প্রমুখ। সিরিজটিতে পরীমণি অভিনয় করেছেন সুপ্তি চরিত্রে। সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্খাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি। এই নায়িকা আরও বলেন, নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই। আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত সিরিজটি। ক্যারিয়ারের প্রথম সিরিজে পরীমণির সঙ্গী হয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম