ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি, গ্রেফতার ৩ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও ঘুষ চাইলে অভিযোগ করা যাবে ২ মন্ত্রণালয়ে আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  6:50 PM

news image

আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী ভারতেও। শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। সূত্র: এনডিটিভি 

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের প্রভাব ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং দিল্লিতে স্পষ্টভাবে অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, গত বুধবার আফগানিস্তানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে একে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প বলে উল্লেখ করলেও পরে তা সংশোধন করে। ওই ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাগলান থেকে প্রায় ১৬৪ কিলোমিটার পূর্বে। একই দিনে ভোর ৫টা ১৪ মিনিটে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার অঞ্চলেও ২ দশমিক ৪ মাত্রার একটি হালকা ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ) জানায়, আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগ— বিশেষত ভূমিকম্প, ভূমিধস এবং মৌসুমি বন্যার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও অবকাঠামোগত দুর্বলতার কারণে এসব দুর্যোগে দেশটির জনগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় এলাকা হিসেবে পরিচিত। ভারত ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত এই অঞ্চলটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের শিকার হয়। এসব প্লেটের একটি বড়োসড়ো ফাটল রেখা হেরাত শহরের মধ্য দিয়েই যায়, যা ওই এলাকার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম