আপাতত লকডাউন দেবে না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২১, 12:17 PM
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২১, 12:17 PM
আপাতত লকডাউন দেবে না যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন দেয়া হয়েছে। এর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হয়েছে। সহিংস বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে।
কিন্তু যুক্তরাষ্ট্র এই শীতে নতুন করে করোনা ভাইরাসের কোনো বিধিনিষেধ আরোপ করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। করোনাভাইরাস সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার জন্য অন্য উপায় অবলম্বনের কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে করোনাভাইরাস বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস এসব বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা সরাসরি লকডাউনের দিকে যাচ্ছি না।