ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা নেপালের

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  2:27 PM

news image

সম্প্রতি চালু হওয়া কুর্থা-জয়নগর রেলপথের মাধ্যমে তৃতীয় দেশের নাগরিকদের ভারতে যাওয়ার অনুমতি দেবে না নেপাল। শনিবার একটি মিডিয়া রিপোর্টে এই কথা জানায়। জানা গিয়েছে, ভারতের তরফে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি উত্থাপন করার পরই এই সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। দ্য কাঠমান্ডু পোস্ট পত্রিকাকে রেল অধিদপ্তরের ডিরেক্টর দীপক কুমার ভট্টরাই বলেন

, 'আন্তঃসীমান্ত রেলওয়ে অপারেশনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসপিএ) চূড়ান্ত করার সময় এটি সম্মত হয়েছিল।' উল্লেখ্য, নেপাল এবং ভারতের সীমান্ত অপরাধ এবং সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে উঠেছে সম্প্রতি। এই আবহে নেপাল সরকারের তৃতীয় দেশের নাগরিকদের রেলপথ ব্যবহার করে ভারতে ঢোকার উপর নিষএধাজ্ঞা জারি ভারতের জন্য কতকটা স্বস্তির। এর আগে গত ২২ অক্টোবর বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থার সাথে সংযোগকারী ৩৪.৯ কিলোমিটার দীর্ঘ আন্তঃসীমান্ত রেল সংযোগ নেপাল সরকারের কাছে হস্তান্তর করে ভারত।

দীপক কুমার ভট্টরা জানান, নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কারণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নির্ধারণের জন্য সময় বেশি লাগে। রিপোর্ট অনুযায়ী, সীমান্তে নির্বিঘ্ন নিরাপত্তা ক্লিয়ারেন্স নিশ্চিত করতে নেপাল ট্রেনে উঠা যাত্রীদের সম্পর্কে ভারতকে অবহিত করে দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দেশের নাগরিকদের কুর্থা-জয়নগর রেলপথ দিয়ে ভ্রমণের অনুমতি দেওয়া হলে আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে ভারত সতর্ক ছিল। জয়নগর-কুর্থা বিভাগটি ৬৮.৭ কিলোমিটারের জয়নগর-বিজলপুরা-বারদিদাস রেল সংযোগের অংশ যা তৈরি করতে ভারত সরকার ৮.৭৭ বিলিয়ন নেপালি রুপি অনুদান দিয়েছে। সাত বছরেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া ন্যারোগেজের বদলে এই রুটে ব্রডগেজ রেলওয়ে অপারেশনের জন্য নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে। তবে কবে নাগাদ এই রুটে রেল পরিষেবা চালু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। সূত্র: হিন্দুস্থান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম