ঢাকা ১৩ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস বামনায় নানা আয়োজনে পালিত

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৫,  11:07 AM

news image

মাসুদ রেজা ফয়সালঃ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও সাদা পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।” উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার প্রত্যয়ে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দিনের প্রথম পর্বে জাতীয় পতাকা ও কমিটির পতাকা উত্তোলন শেষে সাদা পায়রা অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ। সভাপতিত্ব করেন বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ ফারজানা তাসমিন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন সভায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া, মফাস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ আলমগীর হোসাইন। সহযোগিতায় ছিলেন লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কমিটির সদস্য মাওলানা মোঃ মাহবুবুর রহমান। কর্মসূচিতে উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আপনি চাইলে ভিডিও স্ক্রিপ্ট, ফেসবুক পোস্ট ভার্সন, বা ছবি ক্যাপশনও করে দিতে পারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম