
NL24 News
১৮ ডিসেম্বর, ২০২২, 1:24 PM

আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী সুমন ভুঁইয়ার নির্বাচনী জনসভায় জনস্রোত
মোঃ নজরুল : সাভার উপজেলার আশুলিয়া থানার আসন্ন ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়া আনারস মার্কা নিয়ে নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ১৭ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার রাত ৮ টায় জামগড়া বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে শামীম আহমেদ সুমন ভুঁইয়র নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনি জনসভায় তিনি বলেন, এলাকার প্রথম দুর্যোগ হচ্ছে পয়ঃনিষ্কাশন। আমার প্রথম কাজ, এই পয়ঃনিষ্কাশনের ড্রেনের ব্যবস্হা করা। তিনি আরো বলেন, আমার এলাকার ভোটারদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। ইয়ারপুর ইউনিয়ন, জনগণের সহযোগিতা ও ভালোবাসায় সমর্থন পেয়েছি। সৈয়দ আহমেদ মাস্টার-এর সন্তান হিসেবে আপনাদের কথা দিচ্ছি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে ইয়ারপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে যাবো। গত ২৮ শে অক্টোবর ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আমার বাবা সৈয়দ আহম্মদ মাস্টার এর মৃত্যুতে ইয়ারপুর ইউনিয়নটিশূন্য হয়। তাই আমি এতিম হিসেবে আপনাদের কাছে একটি বার দাবি, আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।