ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

আইপিএল নিলামে ২ কোটি ভিত্তিমূলে সাকিব-মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২,  1:07 PM

news image

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের জন্য নতুন করে আরও দুটি দল যুক্ত করা হয়েছে। নতুন আসরের জন্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। ২০২২ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন খেলোয়াড়। ৮৯৬ জন ভারতীয়র সঙ্গে রয়েছেন ৩১৮ জন বিদেশি। এদের মধ্যে রয়েছে ২৭০ জন নতুন খেলোয়াড় ও ৪১ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়।

আসছে আসরের নিলামে রয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনই আইপিএলের নিয়মিত মুখ। সবশেষ আসরে সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মোস্তাফিজ খেলেছিলেন রাজস্থান রয়্যালসে। সাকিব-মোস্তাফিজ দুজনকে রাখা হয়েছে ২ কোটি রুপি ভিত্তিমূলের ক্যাটাগরিতে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ১৭ জন, ৩২ জন রয়েছেন বিদেশি ক্রিকেটার। গত আসরে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, মোস্তাফিজের ছিল ১ কোটি রুপি। এবার দুজনকেই রাখা হয়েছে একই ক্যাটাগরিতে। আসন্ন টুর্নামেন্ট ৮ দলের পরিবর্তে ১০ দলে হবে। দুই বাংলাদেশি ছাড়াও বিদেশি ক্যাটাগরির তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফাপ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, কাগিসু রাবাদা ও ডোয়াইন ব্রাভো।তবে নিলামের আগে ৩৩ জন খেলোয়াড়কে রিটেনশনে ধরে রেখেছে দলগুলো। যার জন্য খরচ হয়েছে ৩৩৮ কোটি। পুরনো ৮টি দল ধরে রেখেছে ২৭ জনকে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ৬ জনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম