ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর ১৫ মে থেকে এক মাস সদস্য সংগ্রহ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর সীমান্ত দিয়ে ১১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ সুনামগঞ্জে গুচ্ছ গ্রামের মানুষের যাতায়াত গজারিয়া নদী ইজারা না দেওয়ার দাবী

আইপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন সাকিব-লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  3:28 PM

news image

চলতি মাসে দুবাইতে অনুষ্ঠিত হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়া লিগের (আইপিএল) নিলাম। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। তবে এবারের ড্রাফটে নাম দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ড্রাফট ঘোষণার আগেই সাকিব ও লিটনকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই টাইগার ক্রিকেটার নাম লেখাননি আইপিএলের ড্রাফটেও। আগের আসরে লিটন প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। মাত্র এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বলার মতো কিছু করতে পারেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। সেই তিক্ত অভিজ্ঞতা মনে করেই হয়তো এবারের আইপিএল আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন!

আর সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এছাড়া সবশেষ ভারত বিশ্বকাপে ভালো পারফর্ম করতে করতে পারেননি তিনি। আর তাই হয়তো আসন্ন আইপিএল থেকে গুটিয়ে নিয়েছেন টাইগার অধিনায়ক। 

সাকিব-লিটন না থাকলেও আইপিএলের ড্রাফটে আছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তারমধ্যে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজুর রহমানের। যাকে এবার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম