ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

অস্থির ডিম ও মুরগির বাজার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  10:54 AM

news image

পোল্ট্রি শিল্পে বাড়ছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে অন্তত ৩৫ টাকা! আর প্রতি পিস ডিমের জন্যে বাড়তি আড়াই টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। দোকানীরা জানিয়েছেন, আগের চেয়ে ডিম বিক্রি কমতে শুরু করেছে। খামারীরা বলছেন, ওষুধ ও পোল্ট্রি ফিডের দাম বেড়েই চলছে। এর সাথে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন ব্যয়ও বেড়েছে। আর লোডশেডিং এর সময় জেনারেটর ব্যবহারের জন্যে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। বাজার এখন অস্বস্তিকর জায়গায় পরিণত হয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাকাল দেশের সাধারণ মানুষ। সস্তায় মাংসের স্বাদ পেতে, বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ ব্রয়লার মুরগি কিনে থাকেন। সেখানেও বাড়তে শুরু করছে দাম।

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে অন্তত ৩৫ টাকা। জানা গেছে, রাজধানীতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা। সোনালী জাতের দাম ৩১০ টাকা আর লেয়ারের দাম উঠেছে কেজিতে ২৮০ টাকা। ৫০০ টাকার কমে মিলছে না এক কেজি দেশি মুরগী। খুচরা ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া বেড়েছে। এতে দাম আরও বেড়েছে। একজন বিক্রেতা বললেন, ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজিতে বেঁচছি। পাকিস্তানি মুরগি ২৮০ টাকা কেজিতে। গাড়িভাড়া বেশি, খাদ্যের দাম বেশি আবার তেলের দামও বেড়েছে। ডিমের বাজারে অস্থিরতা চলছে। সপ্তাহের ব্যবধানে হালিতে দাম বেড়েছে ১০ টাকা। এক হালি ফার্মের মুরগির ডিমের দাম উঠেছে ৫০ টাকা। প্রতি হালি হাঁসের ডিম ও দেশি মুরগীর ডিমের দাম ৬০ টাকা। কোয়েল পাখির দাম হালিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, আগের তুলনায় বিক্রি কমেছে ডিমের। পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বাড়ার প্রভাব পড়েছে, ডিমের মোকামে। ডিম ব্যবসায়ীরা বলছেন, একটা ডিম উৎপাদনে খরচ হয় ৯ টাকা। আর লোডশেডিং বাড়ায় বেড়েছে খামারিদের ব্যয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম