অবশেষে মোসাদ্দেকের কপাল খুলল
ক্রীড়া প্রতিবেদক
০৬ জানুয়ারি, ২০২৫, 3:40 PM
ক্রীড়া প্রতিবেদক
০৬ জানুয়ারি, ২০২৫, 3:40 PM
অবশেষে মোসাদ্দেকের কপাল খুলল
অভিনেতা শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস বেশ হাঁকডাক দিয়েই শুরু করেছিল চলমান বিপিএল। তবে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তিক্ত স্বাদ পেয়েছে রাজধানীর এই দলটি। টানা তিন ম্যাচ হেরে আছে পয়েন্ট টেবিলের তলানিতে। ভাগ্য ফেরাতে তাই নতুন ক্রিকেটার যুক্ত করেছে দলটি। ঢাকা তাদের দলে ভিড়িয়েছে মোসাদ্দেক হোসেনকে। বিপিএলের ড্রাফটে অবিক্রীত ছিলেন কিছুদিন আগেই লংকা টি-টেন খেলে আসা এই ক্রিকেটার। আজ সোমবার দলের সঙ্গে অনুশীলন করার কথা আছে মোসাদ্দেকের। আজ দুপুর বারোটার দিকে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে মোসাদ্দেককে দলে ভেড়ানোর তথ্য দেয় ঢাকা ক্যাপিটালস। মোসাদ্দেকের ছবি দিয়ে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার এখন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। স্বাগতম, মোসাদ্দেক।’ ২৯ বছর বয়সী মোসাদ্দেক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ভালো সম্ভাবনা নিয়েই। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফর্ম পড়তে থাকে একসময় জাতীয় দলে খেলা এই ক্রিকেটারের। জাতীয় দলের হয়ে ৮০টি ম্যাচ খেললেও দেখাতে পারেননি ঝলক। বিপিএলে এর আগে অধিনায়কত্ব করলেও পারফরম্যান্স ছিল গড় মানের চেয়েও খারাপ। তাইতো সবশেষ ড্রাফটে তাকে কেনেনি কেউ। এবার নিজেদের দুরবস্থা কাটাতে আবারও মোসাদ্দেককে দলে অন্তর্ভুক্ত করল ঢাকা।এদিকে, ঢাকা ক্যাপিটালসে গতকাল যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলও। মেন্টর হিসেবে কাজ করবেন একসময় ঢাকার হয়ে খেলা এই অফ স্পিনার। দলের দুঃসময়ে আজমলের মতো একজনের আগমন দলটিকে যে বাড়তি প্রেরণা দেবে, সেটি নিশ্চিতভাবেই বলা যায়।