ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

অবশেষে ভিনিসিউসের লাল কার্ড প্রত্যাহার

#

স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০২৩,  12:48 PM

news image

অবশেষে ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রকে ক্লাব ফুটবল লা লিগায় দেয়া লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে। তাতে ভায়েকানোর বিপক্ষে মাঠে নামতে আর বাধা রইলো না এ রিয়াল মাদ্রিদ তারকার। বুধবার (২৪ মে) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ভায়েকানো। এই ম্যাচের আগেই ভিনিসিউসকে দেয়া লাল কার্ড প্রত্যাহার করে নেয়া হয়েছে। র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মঙ্গলবার (২৩ মে) এক বিবৃতিতে জানায়, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার সময় রেফারি ঘটনার পুরোটা দেখতে পাননি। এরপরও লাল কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি রিকার্দো দে বার্গোস বেন গায়চিয়া। এ ঘটনার পর নড়েচড়ে বসে বিশ্ব ফুটবল তারকারা। শুরু হয় প্রতিবাদ। এতেই প্রত্যাহার করে নেয়া হলো লাল কার্ড। এছাড়া ওই ম্যাচের ভিএআর রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিয়ানুয়েভাকে বুধবারের ম্যাচে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ভ্যালেন্সিয়াকে ৫২ লাখ টাকার ওপরে (৪৫ হাজার ইউরো) জরিমানা করা হয়েছে। এছাড়া মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছিল, সেই সাউথ স্ট্যান্ড পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে লাল কার্ডের শাস্তি কমলেও লা লিগার পরবর্তী ম্যাচে ভিনিকে পাওয়া নিয়ে আরও একটি শঙ্কা রয়েছে। সেটি হলো চোট। বিভিন্ন খবরে বলা হয়েছে, বাঁ হাটুতে চোট পেয়েছেন ব্রাজিল তারকা। তাতে বুধবারের ম্যাচের আগে অনুশীলনও করতে পারেনননি রিয়াল মাদ্রিদের এ উইঙ্গার।  গত ২১ মে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল ওই ম্যাচে বারবার ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র। হয়েছেন বর্ণবাদের শিকারও। ঘটনার প্রতিবাদ করে উল্টো লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম