ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

অবশেষে অস্ট্রেলিয়া ছেড়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২২,  12:56 PM

news image

বহু নাটকীয়তার পর আইনি লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়া ছেড়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নেওয়ায়। সার্বিয়ান তারকার ভিসা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হলে সাধারণত পরবর্তী তিন বছর আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যায় না। তবে জোকোভিচের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ান ওপেন খেলার উদ্দেশ্যে চলতি জানুয়ারি মাসের শুরুতে মেলবোর্নে প্রবেশ করেই আটক হন জোকোভিচ। তাকে সরকারির তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত একটি হোটেলে আটকে রাখা হয়। তার ভিসাও বাতিল করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন জোকোভিচ। প্রথম লড়াইয়ে জিতলেও পরে শুনানিতে হেরে যান তিনি। এরপরই অস্ট্রেলিয়া ছাড়েন টেনিসের নাম্বার ওয়ান তারকা। জোকোভিচের ভিসা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে মূল খেলাই চলে গেছে আলোচনার বাইরে। স্কট মরিসন বলেছেন, ‌‌‘ভিসা বাতিল করা হয় তিন বছরের জন্য। তবে প্রযোজ্য ক্ষেত্রে এ সময়সীমা কমিয়ে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিবেচনা করা যেতে পারে।’ মরিসনের এমন ইঙ্গিতে ধারণা করা হচ্ছে হয়তো পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেতেও পারেন জোকোভিচ।-সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম