অফিস কর্মকর্তা, কর্মচারীদের টিকা সনদ বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২২, 3:23 PM
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২২, 3:23 PM
অফিস কর্মকর্তা, কর্মচারীদের টিকা সনদ বাধ্যতামূলক
দেশে ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণের লাগাম টানতে ১১ দফা নির্দেশনা দেয়া হলেও মানছে না অনেকেই। তাই শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ৬ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। আর সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাগম করা যাবে না। এতে যোগ দিতে হলে টিকা সনদ ও করোনার নমুনা পরীক্ষার পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সরকারি, বেসরকারি, অফিস, শিল্প-কারখানার কর্মকর্তা,
কর্মচারীদের টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য অর্ধেক জনবল দিয়ে অফিস-আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশনা বাস্তবায়ন থাকবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বাণিজ্য মেলা, স্টেডিয়াম কিংবা পর্যটন এলাকায় গেলে অবশ্যই সঙ্গে করে টিকা কার্ড নিয়ে যেতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া আসছে বই মেলাতেও একই শর্ত প্রযোজ্য থাকবে। মন্ত্রী জানান, বই মেলার জন্য একটি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এরই মধ্যে হাসপাতালে বাড়তে শুরু করেছে রোগী। মন্ত্রী আরও বলেন, পর্যাপ্ত পরিমাণে টিকা মজুত রয়েছে। তবে টিকাদানের লক্ষ্যমাত্রা ১০ শতাংশ কমিয়ে মোট জনসংখ্যার ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জার্মানভিত্তিক জেনম সিকোয়েন্সের তথ্যভাণ্ডার বলছে, আক্রান্তদের ৭৯ শতাংশই ওমিক্রন ধরনের। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত হাজার ছাড়ায়। আর চার দিনের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার দৈনিক শনাক্ত দ্বিগুণ হলো।