ঢাকা ২৭ জুলাই, ২০২৪
সংবাদ শিরোনাম
লজ্জাজনক হারের পর টপ অর্ডারকে দুষলেন টাইগ্রেস অধিনায়ক দেশের অর্থনীতিকে পঙ্গু করতে এ তাণ্ডব : প্রধানমন্ত্রী তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান হারুন মুমিনের সকাল যেভাবে শুরু হয় ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই সংঘর্ষে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব দেশে ভিপিএন ব্যবহারে শাস্তি হয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য

অপমানের স্বীকার কৃতি শ্যানন

#

বিনোদন ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  4:37 PM

news image

বলিউডের অন্যতম অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন কৃতি শ্যানন। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তবে উচ্চ-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এ অভিনেত্রীর পক্ষে বলিউডে নাম লেখানোটা শুরুর দিকে খুব একটা ছিলোনা। যেহেতু কৃতি স্টার কিড নন তাই গ্ল্যামার দুনিয়ার কাজের ধরন সম্পর্কে তার তেমন কোন ধারণাও ছিল না। সম্প্রতি, কেরিয়ারের শুরুর দিকে ভীষণই এক খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কৃতি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হওয়ার আগে, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন কৃতি শ্যানন। কিন্তু জীবনের প্রথম ফ্যাশন শোতেই অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল তার। ৫০ জন মডেলের সামনেই নাকি কোরিওগ্রাফার কৃতিকে চূড়ান্ত তিরস্কার করেছিলেন। 

কৃতির কথায়, ‘আমার প্রথম র‌্যাম্প শো, যিনি কোরিওগ্রাফার ছিলেন, আমি তার সঙ্গে পরে আর কখনও কাজ করিনি। তিনি আমার সঙ্গে খুবই অভদ্র আচরণ করেছিলেন। কারণ আমি কোরিওগ্রাফিতে একটু গণ্ডোগোল পাকিয়ে ফেলেছিলাম। একটা বাগানবাড়িতে ওই র‌্যাম্প শো হচ্ছিল। আর আমার জুতোর হিল ঘাসের মধ্যে আটকে যাচ্ছিল। ওটা ছিল আমার প্রথম র‌্যাম্প শো। ভয়ানক খারাপ ব্যবহার করা হয় আমার সঙ্গে। বাকি ৫০জন মডেলের সামনে অপমান করা হয়। আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলাম, তবে কেউ আমার উপর চিৎকার করলে আমি কেঁদে ফেলি।’

কৃতি আরো জানান, যখন প্রথম মুম্বাইতে এসেছিলেন, তখন তিনি একদিকে মডেলিং করছেন, সিনেমায় কাজের চেষ্টা করছেন আবার জিম্যাট (GMAT) পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন। অভিনেত্রীর কথায়, ‘তখন আমি সবেমাত্র মুম্বাই এসেছি, তখন জিম্যাট (GMAT)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাই কোচিং ক্লাসে ভর্তি হই। আবার আমি সিনেমার জন্যও চেষ্টা করছিলাম এবং মডেলিং করছিলাম। আমি আমার প্রথম তেলেগু সিনেমা মহেশ বাবুর সঙ্গে করি। আবার আমি হিন্দিতে হিরোপান্তি ছবিতেও সুযোগ পাই। তেলুগুর ছবির শ্যুটিং শিডিউলের দুই মাস পরে হিরোপান্তির কাজ শুরু হওয়ার কথা ছিল। তাই, মাঝখানে আমার দুই মাস সময় ছিল তখন জিম্যাট পরীক্ষা দিয়েছিলাম।’ 

কৃতি জানান, তিনি জিম্যাট (GMAT) পরীক্ষা দিয়েছিলেন এটা ভেবে যে ফিল্ম ক্যারিয়ার ব্যর্থ হলে কোনও ভাল ব্যবসায়িক স্কুলে ভর্তি হবেন। কৃতির বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আর মা একজন অধ্যাপিকা অক্টোবরে শুরু হবে তার নতুন সিনেমার শূটিং। তৈরি হচ্ছে ভারতীয় অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক। বলিউডে তিনি ‘ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত। মাত্র ৩৮ বছর বয়সে মারা যান মীনা। অল্প সময়ের ক্যারিয়ারে ৯০টি সিনেমায় অভিনয় করেছিলে। মীনা কুমারীর ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কম কিছু নয়! সেসব গল্পই এবার দেখা যাবে পর্দায়। ষাট-সত্তর দশকের বলিউড কাঁপানো মীনা কুমারীর চরিত্রে এবার দর্শকদের মুগ্ধ করবেন কৃতি শ্যানন। সিনেমাটি বানাচ্ছেন বলিউডের আলোচিত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম