সংবাদ শিরোনাম
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ
নিজস্ব প্রতিনিধি
২৬ জানুয়ারি, ২০২২, 10:17 AM
নিজস্ব প্রতিনিধি
২৬ জানুয়ারি, ২০২২, 10:17 AM
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ
নীলফামারীর দারোয়ানি স্টেশনে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬ যাত্রী। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে দারোয়ানি রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সম্পর্কিত