'জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে'
নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২১, 12:57 PM

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২১, 12:57 PM

'জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই দিনে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সাদেক হোসেন খোকা সাহেবকে। তাকে অনুসরণ করে জনগণের কাছে গিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা। তাদের যে বেঁচে থাকার দাবি, ভোটের অধিকারের দাবি, বাক স্বাধীনতার দাবি, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের যে অবস্থা সেই প্রেক্ষিতে সাদেক হোসেন খোকা সাহেবকে সব সময় আমাদের স্মরণ করা দরকার। তিনি কখনো পিছপা হননি, পেছনের দিকে তাকাতেন না। আমার অনেক অভিজ্ঞতা আছে, যে কিভাবে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা এমন একজন ব্যক্তি যিনি সারাজীবন জনগণের জন্যের কাজ করেছেন, জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন, দেশের স্বাধীনতার জন্যে কাজ করেছেন। সাদেক হোসেন খোকাকে সবাই চেনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি মানুষের মুক্তির জন্য চিন্তা করেছেন। সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহির বীর প্রতীক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ প্রমুখ।