ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেজিতে ৮০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  3:26 PM

news image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে ব্রয়লার মুরগীর দাম বাড়ায় বিপাকে পড়েছেন দিনাজপুর অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো। যেকোনো মাংসের চেয়ে একমাত্র ব্রয়লার মুরগীর দাম কম ছিল। কিন্তু সেটাও হাতের বাইরে চলে যাচ্ছে। তাই বাজারে ব্রয়লার মুরগী কেটে কেজিতে বিক্রি করার প্রবণতা লক্ষণীয়। গরু-ছাগলের মাংসের দাম আকাশচুম্বী হওয়ায় দিনাজপুরের অনেক মানুষ আত্মীয়-স্বজনদের আপ্যায়ন ও মধ্যবিত্ত পরিবারে ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি। সেই ব্রয়লার মুরগির মাংস এখন এক লাফে প্রতি কেজি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অথচ গত ৪দিন আগেও ব্রয়লার মুরগী বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা প্রতি কেজি। তবে দেশি ও সোনালী মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই দেশি মুরগী ৩৮০ টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। দিনাজপুর শহরের বাজার ছাড়াও বিভিন্ন উপজেলার বাজারেও ব্রয়লার মুরগীর মাংস কেটে কেজি দরে বিক্রি হচ্ছে।

খামারিসহ বিক্রেতাদের অনেকে বলছেন, ঈদের পর কুরবানির মাংস বাড়িতে থাকায় বাজারে ব্রয়লার মুরগির চাহিদা কম থাকে। তারপরও গরমের সময় মুরগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এতে ক্ষতির আশঙ্কায় অনেকে মুরগির ফার্ম বন্ধ রাখে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এছাড়া পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে মুরগির চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বেড়েছে। আবার পরিবহনে ও পোল্ট্রি ফিডের দামের কারণেও দাম বেড়েছে বলে অনেকে জানান।  দিনাজপুরের দরিদ্রতম উপজেলা হচ্ছে খানসামা। সেখানের খানসামা ও পাকেরহাট বাজারের মুরগী মার্কেটে দেখা যায়, বেশির ভাগ দোকানদার ব্রয়লার মুরগি জবাইয়ের পর পরিষ্কার করে সাজিয়ে রেখেছেন। তবে ক্রেতার দেখা মিলছে না। আর যারা কিনতে আসছে তারাও দাম শুনে চলে যাচ্ছে কিংবা চাহিদার তুলনায় কম করে মাংস নিয়ে যাচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। যা গত সপ্তাহে আগে বিক্রি হয় ১৪৫ টাকা থেকে ১৫০ টাকায়।  খানসামা বাজারের মুরগি ব্যবসায়ী রুবেল ইসলাম ও মশিউর রহমান বলেন, কিছুদিন আগেও মুরগির দাম কম ছিল। তবে যে পরিমাণ চাহিদা রয়েছে, সে হারে ফার্ম থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণেই হয়তো ব্রয়লার মুরগির দাম বেড়েছে। চাহিদার তুলনায় বাজারে ঘাটতি থাকায় দাম বাড়তে পারে। এ বিষয়ে খানসামা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাজারে মুরগীর খাদ্যের দাম বৃদ্ধি ও সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। তবে বয়লার মুরগির খাদ্যের দাম সহনীয় হলেই দাম আবারো কমবে বলে আশা করা যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম