মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার
১৭ জুলাই, ২০২৫, 10:16 PM

NL24 News
১৭ জুলাই, ২০২৫, 10:16 PM

মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরের মনতলা স্টেশন বাজারে একটি পাখির দোকানে অভিযান চালিয়েছে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের লোকজন। অভিযানে অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ২০ টি দেশীয় বন্যপাখী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,অভিযানে উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে- ১০টি ঝুঁটি শালিক, ৩টি তিলা ঘুঘু ও ২টি টিয়া। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মাধবপুরের এসিল্যান্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন পাখি প্রেমিক সোসাইটি। অভিযানে স্থানীয় মালু মিয়া নামের পাখি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাখিগুলোকে অবমুক্ত করার জন্য জব্দ করা হয়। মালু মিয়ার মত মাধবপুর থানায় আরো অনেক পাখির দোকান আছে, পর্যায়ক্রমে অভিযান অব্যাহত থাকিবে। মাধবপুরবাসী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।