আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
১৭ জুলাই, ২০২৫, 4:50 PM

NL24 News
১৭ জুলাই, ২০২৫, 4:50 PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
ওবায়দুর রহমান লিটনঃ অন্তর্বতীকালীন সরকারের নিলিপ্ততার সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৭/০৭/২৫ইং) ঢাকা জেলা যুবদল এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ মিছিলটি সকাল ১১ টায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে শুরু করে বিভিন্ন মহাসড়ক ঘুরে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দ্রুত সমাধান করে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সহ হাজার খানেক সাধারন জনগণ ও নেতাকর্মী।