ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৫,  1:09 PM

news image

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সময় আদায় হয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯২ হাজার ৬২৬ কোটি টাকা বা ১৯ দশমিক ৯৮ শতাংশ কম। মূল বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে আশার আলো হিসেবে, আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় ২ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। অর্থবছরের শেষ মাস জুনে সাধারণত রাজস্ব আদায়ের হার বেশি থাকে। কিন্তু এবার সেই ধারা ব্যাহত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুনে আদায় হয়েছে প্রায় ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা আগের বছরের জুনের তুলনায় ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম। এনবিআর কর্মকর্তারা জানান, এনবিআর ভেঙে দুটি বিভাগ করার ঘোষণার পর আন্দোলনের কারণে প্রায় দেড় মাস আমদানি-রপ্তানিসহ নানা কার্যক্রম ব্যাহত হয়, যা রাজস্ব আদায়ে প্রভাব ফেলে। আন্দোলনটি ১২ মে থেকে শুরু হয়ে চলে ২৯ মে পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর ও ভ্রমণ কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ হাজার ৪০৫ কোটি টাকা কম। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৯ হাজার ৯০৯ কোটি টাকা কম। কাস্টমস (শুল্ক) খাতে আদায় হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা। এ খাতেও ঘাটতি ২০ হাজার ৩১২ কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবু আগের অর্থবছরের তুলনায় আয়কর, ভ্যাট ও শুল্কে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২ দশমিক ৮৭, ৩ দশমিক ০১ এবং শূন্য দশমিক ৩৩ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জুন মাসে সাধারণত প্রতিদিন ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসে। কিন্তু আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। তবে চূড়ান্ত হিসাব এলে রাজস্ব কিছুটা বাড়তে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম