ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সমকামিতার অভিযোগ: ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার দগ্ধদের সর্বোত্তম চিকিৎসাসেবা দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা ঢাবিতে তোফাজ্জল হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন পেছালো আরও এক মাস শাহজালালে যাত্রীর সঙ্গে ঢুকতে পারবেন ২ জন, আজ থেকে কার্যকর রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলা-অনাহারে আরও ৭৬ জনের মৃত্যু মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: এবার শোক জানাল ইংলিশ ক্লাব ম্যানইউ নাইজেরিয়ায় পুষ্টিহীনতায় ছয় মাসে ৬৫২ শিশুর মৃত্যু: এমএসএফ

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪,  10:51 AM

news image

লেবাননের  রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি আফিফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।  লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, রাস আল-নাব্বা এলাকায় চালানো হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হন। যে ভবনে হামলা চালানো হয়েছিল, সেটি ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়, বাথ পার্টির লেবানন শাখার সেক্রিটারি জেনারেল আলি হিজাজি হিজবুল্লাহর গণমাধ্যম কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ আছেন। ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহ নিহত হওয়ার পর বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করা হয়। গত মাসের এক সংবাদ সম্মেলনে আফিফ জানিয়েছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্র্রোন হামলা চালানো হয়েছে।  তবে সেই সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করা হয়েছিল, কারণ ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করেছিল, তারা নিকটবর্তী একটি ভবনে হামলা চালাবে। সাংবাদিকেরা তখন টেবিল থেকে দ্রুত নিজেদের মাইক্রোফোনগুলো তুলে নিতে শুরু করলে আফিফ বলেছিলেন, বোমা হামলা করে আমাদের ভয় দেখাতে পারবে না, তাহলে কিসের হুমকি?

আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগ দেন। ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েল যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন প্রথম হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক হিসেবে পরিচিতি পান আফিফ। সূত্র- দ্যা গার্ডিয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম