ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয় নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি গাজায় প্রথমবারের মতো বিমান থেকে ত্রাণ ফেলল আইডিএফ ‘জাতিসংঘের কার্যালয় খোলা মানেই দেশের পরিস্থিত খারাপ নয়’: মৎস্য উপদেষ্টা সাতক্ষীরা সীমান্তে ১৪৬ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ মুরাদনগরে দরজা ভেঙে ধর্ষণ: হাইকোর্টে এসপির প্রতিবেদন ‘সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

সমকামিতার অভিযোগ: ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার

#

২৭ জুলাই, ২০২৫,  11:03 AM

news image

সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার পাঁচজন ও বৃহস্পতিবার আরও দুজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার হননি। অধ্যাপক দাস বলেন, ১৯ জুলাই মধ্যরাতে কয়েক শিক্ষার্থী সমকামিতার অভিযোগ তুলে তাদের সহপাঠীদের আটক করে। এরপর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে জানানো হয়। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম