
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই, ২০২৫, 10:53 AM

গাজায় ইসরায়েলি হামলা-অনাহারে আরও ৭৬ জনের মৃত্যু
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে সহিংসতা ও মানবিক সংকট আরও তীব্রতর হয়েছে। আল জাজিরাকে দেওয়া চিকিৎসা সূত্রের তথ্যমতে, শনিবার (২৬ জুলাই) এক দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অবরোধের ফলে তৈরি দুর্ভিক্ষ পরিস্থিতিতে শনিবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে রয়েছে ৮৫ জন শিশু। মানবিক সংকট ঘিরে বিশ্বজুড়ে চাপ বাড়তে থাকায়, ইসরায়েল শনিবার রাতে ঘোষণা দেয় যে, রবিবার থেকে তারা ‘বেসামরিক এলাকা ও মানবিক করিডোরে’ তাদের সামরিক অভিযান আংশিকভাবে বিরত রাখবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ‘মানবিক বিরতি’ কোন কোন এলাকায় কার্যকর হবে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। এছাড়া, তারা আবারও গাজায় ত্রাণ সরবরাহে ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেছে—যা জাতিসংঘ এবং একাধিক মানবাধিকার ও ত্রাণ সংস্থা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেন, গাজায় নিরাপদে সহায়তা বিতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা নিশ্চয়তা তারা পাননি, ফলে ইসরায়েলের এই অভিযোগ ভিত্তিহীন। সূত্র: আলজাজিরা