ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ ছক্কায় যুক্তরাষ্ট্রে ম্যাক্সওয়েলের ‘তাণ্ডব’

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২৫,  11:20 AM

news image

ইনিংসের শুরুতে ধুঁকছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাঝে খানিকটা সময় নিলেন। দল যখন থিতু হলো তখন এদিক-সেদিক উড়িয়ে মারলেন বল। ১৫ বলে ১১ রান করা ম্যাক্সি ৩০ বলে করে বসেন ফিফটি, পরের পঞ্চাশ রান এনেছেন মোটে ১৮ বলে। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে তার তাণ্ডবের পর বড় জয় পেয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স। মেজর লিগ ক্রিকেটে আগের দুই ম্যাচে ৫ ও ৩৮* রান করেছিলেন ম্যাক্সওয়েল। ক্যালিফোর্নিয়ার অকলান্ডেও তার দলও ধুঁকছিল। ৬৮ রানে ৪ উইকেট হারানো দলকে অবশ্য ব্যাটিংয়ে পথ দেখান অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটার। তার ৪৯ বলের ১০৬ ‍রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে নাইটরা। পরে বোলিংয়ে বাকি কাজ সহজে সামলে দেন জ্যাক এডওয়ার্ডস-মিচেল ওয়েনরা। টেবিলের তিন নম্বরে ওঠা নাইটরা টস জিতে ব্যাটিং নেয়। মিচেল ওয়েনের ১১ বলের ৩২ রানের ঝড় থামার আগে দ্রুতই ফেরেন রাচিন রবিন্দ্রা, অ্যান্দ্রে গাউস, জ্যাক অ্যাডওয়ার্ডস ও মার্ক চাপম্যান। বাকি সময়ে ওয়ান ম্যান আর্মি হয়ে রানের চাকা ঘোরান ম্যাক্সওয়েল। সেঞ্চুরি হাঁকাতে ম্যাক্সওয়েল বল খেলেছেন ৪৮টি। ইনিংসে ১৩টি ছক্কা ও দুটি চারের মার। অপরাজিত ইনিংসটি খেলেছেন ২১৬ স্ট্রাইক রেটে। কুড়ি কুড়ির ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের এটি অষ্টম সেঞ্চুরি। টি-টোয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা যৌথভাবে চারে এসেছেন ম্যাক্সি। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জশ বাটলার, মিচেল ক্লিনগার ও রোহিত শর্মার ঝুলিতে আটটি করে সেঞ্চুরি। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ২২টি সেঞ্চুরি ক্রিস গেইলের দখলে। পাকিস্তানের বাবর আজমের আছে ১১টি, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ভারতের বিরাট কোহলির ঝুলিতে আছে ৯টি সেঞ্চুরি। সেই তালিকায় আরেকধাপ উঠলেন ম্যাক্সওয়েল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সেঞ্চুরির দিনটি বোলাররা রাঙিয়েছেন দারুণ করে। দুইশ ছাড়ানো লক্ষ্যে শতরানের আগেই থেমেছে ওয়াশিংটন। অ্যালেক্স হেলস, সুনিল নারাইনরা ফিরেছেন শূন্যরানে। বাকিদের কেউ পারেনি নূন্যতম লড়াই করতে। তাতেই হারটা এসেছে বড়। ১১৩ রানের জয়ে টেবিলের তিনে উঠেছে ম্যাক্সওয়েলের দল। পাঁচে নেমেছে ওয়াশিংটন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম