ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্মার্টফোনের ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয় যেসব ভুলে

#

আইটি ডেস্ক

০৪ জুলাই, ২০২৪,  11:07 AM

news image

সারাক্ষণ আমাদের সঙ্গী স্মার্টফোন। বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। সুন্দর মুহূর্তগুলো বন্দি করছেন স্মার্টফোনের ক্যামেরায়। দেখা যায় ফোন নতুন অবস্থায় ক্যামেরা খুব ভালো কাজ করে। কিন্তু কিছুদিন যেতেই ক্যামেরায় নানা সমস্যা দেখা দেয়। ছবি ঝকঝকে আসে না আগের মতো।

আমাদের ব্যবহারের ভুলেই ফোনের ক্যামেরা নষ্ট হতে পারে। এমনকি সামান্য কয়েকটি ভুলে ফোনের ক্যামেরা সম্পূর্ণভাবে খারাপ হয়ে যেতে পারে। দাম দিয়ে কেনা ফোন ও তার ক্যামেরার যত্ন নিতে কয়েকটি কাজ এড়িয়ে চলুন। জেনে নিন সেসব-

বাইকে ফোন লাগিয়ে রাখা

বাইকের সামনে অনেকেই স্মার্টফোন লাগিয়ে রাখেন। ম্যাপ দেখে দ্রুত গন্তব্যে যাওয়া যায়। কিন্তু এই প্রবণতা ফোনের ক্যামেরা চিরতরে খারাপ করতে পারে। কারণ বাইকে যে পরিমাণে ভাইব্রেশন হয় তা ক্ষতি করে স্মার্টফোন ও ক্যামেরার। তাই এমন কিট লাগানোর চেষ্টা করুন যা এই ভাইব্রেশন শোষণ করতে পারে।

ফোনের ক্যামেরা দিয়ে লেজার লাইট ক্যাপচার করবেন না

বিভিন্ন কনসার্টে প্রায়ই লেজার লাইটের ব্যবহার করা হয়। আর এগুলো ভীষণ তীব্র হয়। আর এই লেজার লাইট যদি ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করেন, তাহলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। লেজার লাইটের উচ্চ ঘনত্বের কারণে প্রভাবিত হতে পারে ফোনের লেন্স।

পানির নিচে স্মার্টফোন ব্যবহার করবেন না

বর্তমানে বহু কোম্পানি ফোনের ওয়াটার রেসিস্ট্যান্ট ফিচারকে খুব বেশি পরিমাণে হাইলাইট করে থাকে। বেশি আইপি রেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের মনে বিশ্বাস জন্মানো হয়। কিছু ক্ষেত্রে অল্প পানিতে সেই ফোনের ক্যামেরা ক্ষতি না হলেও, এটি ফোনের জন্য বিপজ্জনক। পানির নিচে ফোন ব্যবহার করলে তা ফোনের ক্যামেরা নষ্ট করে দিতে পারে।

উচ্চ তাপমাত্রায় ফোনের ক্যামেরা ব্যবহার না করা

উচ্চ তাপমাত্রায় ফোনের ক্যামেরা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। তবে শুধু গরমকাল নয়, অত্যধিক ঠান্ডাতেও ফোনের ক্যামেরা ব্যবহার করা উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চ তাপমাত্রায় যদি ক্যামেরা অন করেন, তাহলে সূর্যের তাপ সরাসরি ফোনের ক্যামেরায় এসে পড়ে। যার ফলে ক্ষতি হতে পারে লেন্সের।

লেন্স প্রোটেক্টটর ব্যবহার

তবনেকেই ফোনের ক্যামেরা সুরক্ষিত রাখতে লেন্স প্রোটেক্টটর ব্যবহার করেন। এর ফলেও কিন্তু ক্ষতি হতে পারে। যদি সেই প্রোটেক্টটর কমদামি হয় তাহলে তা লেন্সে স্ক্র্যাচ করতে পারে। প্রোটেক্টটর এবং লেন্সের মধ্যে ছোট গ্যাপ থাকলেও তার মধ্যে ধুলো-বালি জমে ক্যামেরা খারাপ করে দিতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম