ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে বাস চলাচল বন্ধ : ভোগান্তিতে পরীক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২১,  9:48 AM

news image

দেশে হঠাৎ করে শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ভর্তি পরীক্ষা চলছে। আবার প্রতি শুক্রবারে নেওয়া হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা। প্রায় সব পরীক্ষাই ঢাকা কেন্দ্রিক। এতে চরম বেকায়দায় তারা।  করোনাকাল কাটার পর এখন বিভিন্ন সরকারি দপ্তরে জনবল নিয়োগের হিড়িক। শুধু এই শুক্রবারই সরকারি অন্তত ১৯টি দপ্তরে নিয়োগ পরীক্ষা হবে, যেখানে অনেকে ঢাকায় এসে পৌঁছাতেই পারবেন না; বাস চলাচল বন্ধ থাকার কারণে। আবার অনেকে এরইমধ্যে এলেও পরীক্ষা কেন্দ্রে কী করে যাবেন এমনকি পরীক্ষা দিয়ে কী করে ফিরবেন, সে চিন্তায় উদ্বিগ্ন। শুক্রবার বিকেল ৩টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরির পরীক্ষা। এতে অংশ নিতে চেয়েছিলেন অনেকেই। সে সুযোগ আর সবার হচ্ছে না। সিলেট থেকে আজহার উদ্দিন খোকন নামে এক চাকরি প্রার্থী বলেন, বিকেল ৩টায় পরীক্ষা। ভেবেছিলাম শুক্রবার সকালে রওনা দেব। এরপর পরীক্ষা দিয়ে আবার চলে আসব। এখন পরীক্ষায় যেতেই পারছি না। খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ গ্রাম থেকে শিক্ষা প্রকৌশলের পরীক্ষায় অংশ নিতে গত বুধবার ঢাকায় এসেছেন আলতাফুন্নেছা সাথী। মিরপুরে বড় ভাইয়ের বাসায় উঠেছেন। জানালেন, শুক্রবার বিকেলে পরীক্ষা দিয়ে রাতের কোচে খুলনায় ফিরে যাবার পরিকল্পনা ছিল। বাড়িতে সাত বছরের ছেলেকে স্বামীর কাছে রেখে এসেছেন। এখন ঢাকায় আটকে পড়ার আশঙ্কা করছেন। একটি ব্যাংকের পরীক্ষায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী থেকে আসা মনজুরুল ইসলাম নয়ন সমকালকে বলেন, কথা নেই বার্তা নেই হঠাৎ করে যেন অঘোষিত পরিবহন ধর্মঘট। সাধারণ মানুষকে এমন বিপদে ফেলার মানে কী? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক-নির্বাচনী পরীক্ষা গত ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠত হয়। সেই পরীক্ষা থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। বুয়েটের এ ভর্তি পরীক্ষায় সারাদেশ থেকেই অংশ নেন শিক্ষার্থীরা। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অনেকে ঢাকায়ই আসতে পারবেন না। শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া কথা। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুরাও। চাকরি প্রার্থীরা জানান, শুক্রবার ১৯টি প্রতিষ্ঠানে পরীক্ষা রয়েছে। এ দিন সকাল, দুপুর ও বিকেলে এসব পরীক্ষা নেওয়ার কথা। তারা জানান, বেকারত্বে দুর্দিনের মধ্যে টাকা খরচ করে তারা চাকরির আবেদন করেছিলেন, আবার টাকা খরচ করে পরীক্ষাও দিতে এসেছেন, এখন সেই পরীক্ষাই দিতে পারছেন না। বুধবার রাতে হঠাৎ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে একধাপে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। সেই প্রতিবাদে সারাদেশে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প‌রিবহন মালিক স‌মিতি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম