ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাভারে অসহায় বিধবা নারীকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা খোরশেদ আলম

#

১৭ জুন, ২০২৫,  2:50 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন কাটানো বিধবা হনুফার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ঢাকা জেলা বিএনপির যুন্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। সোমবার (১৬ জুন) সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খোরশেদ আলম ছুটে যান সাভার পৌরসভার জামসিং এলাকার দরিদ্র অসহায় ওই বিধবা হনুফার জরাজীর্ণ কুটিরে। এসময় বিএনপি নেতা খোরশেদ আলম বিধবা হনুফার পরিবারের খোঁজখবর নেন এবং ঘর নির্মাণের জন্য তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে তুলে দেন আর্থিক সহায়তা।খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগে গণমাধ্যমে বিধবা হনুফা তার ছেলে ও মেয়েকে নিয়ে খুবই অসহায় জীবন-যাপন করছিল জরাজীর্ণ একটি ঘরে। সেই সংবাদটি দেখার পর দেশনেতা তারেক রহমানের নির্দেশেই আমি এই মানবিক কার্যক্রম হাতে নিয়েছি। তিনি সব সময় জনগণের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি। আজও তারেক রহমানের পক্ষ থেকেই নতুন ঘর নির্মাণের জন্য নগদ সহায়তা দিয়ে গেলাম এবং ভবিষ্যতেও বিএনপি এই পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। এ সময় সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন ঘর নির্মানের খুশিতে বিধবা হনুফা বলেন, পুরনো ঘরটিতে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। ঝড়-তুফানের সময় ভয়ে থাকতাম। আর নতুন ঘর তো আমাদের কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন খোরশেদ ভাই। আমরা সব সময় তার জন্য হাত তুলে দোয়া করব। সেই সাথে আল্লাহ যেন তার মনের আশা পুরণ করেন। তাহলে তিনি আমাদের পাশে সব সময় থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম