ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালিত

#

২৪ জুন, ২০২৫,  1:52 PM

news image

মনিরুজ্জামান মনি : প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো সাতক্ষীরা সদরসহ জেলার সব উপজেলায় স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসি¯ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিবকল্পনা কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠেনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম নুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবকল্পনা কর্মকর্তার কার্যলয় সদর সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সম্মনয়ক আলী হোসেন, স্বাস্থ্য সহকারি মো: মনিরুজ্জামন, অফিস ইনচার্জ  মো: আব্দুস শহীদ প্রমুখ।  এ সময় বক্তারা বলেন, জনস্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করলেও স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন গ্রেড থেকে বঞ্চিত। নিয়োগবিধি সংশোধন, ১৪তম ও ১১তম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা কোর্সের স্বীকৃতিসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। তারা হুঁশিয়ারি দিয়ে তাদেন দাবিগুলো তুলে ধরেন। দাবিগুল হলো: ১. স্নাতক ডিগ্রি ও ১৪তম গ্রেডে নিয়োগ নিশ্চিতকরণ, ২. ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ৩. পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখা, ৪. অভিজ্ঞ স্বাস্থ্য সহকারীদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি, ৫. টাইম স্কেল/উচ্চতর গ্রেড নতুন বেতন স্কেলে যোগ, ৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নদের সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণ। এই ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম