ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতে কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বই মেলা-২০২৩

#

১৪ ডিসেম্বর, ২০২৩,  2:09 PM

news image

ইয়াছির আরাফাত, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি : ১৫ ডিসেম্বর  শুক্রবার থেকে ১৭ ডিসেম্বর রবিবার  পর্যন্ত চলবে দুবাই কনস্যুলেটের আয়োজিত  বই মেলা। সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এ খবর জানান। বই মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে আরব আমিরাত নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ১৫ ডিসেম্বর শুক্রবার  অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক-পাঠকদের সরাসরি অংশগ্রহণে শুক্রবার বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।  ইতিপূর্বে ২০২২ দেশের বাহিরে  সংযুক্ত আরব আমিরাতে ১ম বারের মত  বই মেলা হয়েছিলো আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের  ব্যাপক অংশগ্রহণ বই প্রেমিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত সম্প্রিতি ২০২৩ বইমেলা মেলা দুবাই কনসুলেট এরপক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ করে  ৩,৪,৫ নবেম্বর ২০২৩ বই মেলা তারিখ ঘোষণার  পরেও বইমেলা প্রাঙ্গনের সংশিষ্ট কতৃপক্ষের অনুমতি না মেলায় তারিখ পিছানো হয়েছিলো, এ নিয়ে শত  জল্পনা কল্পনা দেখাগিয়েছিলো আমিরাতে বইপ্রেমী প্রবাসীদের মাঝে।সর্বশেষ দুবাই উওর আমিরাত কনসুলেট বিএম জামাল হোসেন  সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫,১৬,১৭ ডিসেম্বর২০২৩ বই মেলা অনুষ্ঠিত হচ্ছে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন। এবারের বই মেলা বাংলাদেশের সুনামধন্য বেশ কিছু প্রকাশনী অংশগ্রহণ করবে নিশ্চিত করেন। এছাড়া থাকবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিশেষ আয়োজন। থাকবে আমন্ত্রিত সুনামধন্য শিল্পীদের সংগীত পরিবেশনা।প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। ইতোমধ্যে বইমেলায় অংশগ্রহণের জন্য নিশ্চিত করেছে বাংলাদেশ থেকে আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, পুথিনিলয়, সময়, পাঞ্জােরী, জার্নিম্যান বুকস, পাঠক সামাবেশ, অনিন্দ্য, নালন্দা, ত্রয়ী, বাতিঘর, দি রয়েল পাবলিশার্স, ভাষাচিত্র, চারুলিপি, শব্দশৈলী, পরিবার পাবলিকেশন্স, অন্বয়, কিন্ডারবুকস, বর্ণ প্রকাশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন বলে নিশ্চিত করেছে দুবাই কনস্যুলেট।মেলায় বাংলাদেশের প্রথম সারির ৩০টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে। থাকছে ৭০টি স্টল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম